ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মার্কেট ঝুঁকিমুক্ত করতে দীর্ঘমেয়াদি উদ্যোগ নেওয়া হবে : মেয়র তাপস
অনলাইন ডেস্ক
ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস

মার্কেট ঝুঁকিমুক্ত করতে সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে দীর্ঘমেয়াদি উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আজ সোমবার বিকালে ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনের বুড়িগঙ্গা হলে ‘বঙ্গবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য ঘোষিত ২ কোটি টাকার চেক হস্তান্তর’ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

তাপস বলেন, ‘আমাদের দীর্ঘমেয়াদি কার্যক্রমে যেতে হবে। শুধু ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা নয়, ঝুঁকিমুক্ত না হওয়া পর্যন্ত তা যেন আর ব্যবহৃত না হয় সেটাও নিশ্চিত করতে হবে। এই পূর্ণ কার্যক্রম এর আগে নেওয়া হয়নি। কিন্তু এখন ডিএসসিসি এই কার্যক্রম হাতে নিয়েছে। আমরা স্থায়ী কমিটি গঠন করেছি। তারা এই বিষয়গুলো পরিপূর্ণভাবে খতিয়ে দেখবে। নির্মাণ কাঠামোগতভাবে ঝুঁকি ও অগ্নিনির্বাপণ সংক্রান্ত ঝুঁকি এসব বিষয় তারা খতিয়ে দেখবে।’

তিনি বলেন, ‘প্রত্যেকটি মার্কেটকে ঝুঁকিমুক্ত করার জন্য যেসব কার্যক্রম গ্রহণ করতে হবে আমরা পর্যায়ক্রমে তা করব। যদি মার্কেট ভেঙে ফেলতে হয় তবে সেটা ভেঙে ফেলা হবে ও নতুন করে নির্মাণ করা হবে। যদি সেটা সংস্কারযোগ্য হয় তাহলে পর্যাপ্ত সংস্কার করতে বাধ্য করা হবে। সে মালিক হোক, মার্কেট ব্যবসায়ী হোক অথবা সিটি করপোরেশন হোক, কর্তৃপক্ষ যেই হোক না কেন, এই ব্যবস্থা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তাদেরই সম্পন্ন করতে হবে।’

মেয়র আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরমধ্যে বিডাকে নির্দেশনা দিয়েছেন, যাতে করে তারাও এ ব্যাপারে পদক্ষেপ নেয়। সুতরাং আমরা সম্মিলিতভাবে এখন থেকে কার্যক্রমগুলো হাতে নেব। এখন আমরা আগামীতে ১০ বছর বা দীর্ঘমেয়াদি একটি সময় নির্ধারণ করব। পর্যায়ক্রমে দীর্ঘমেয়াদে ঢাকা শহরকে বাসযোগ্য নগরীতে পরিণত করতে, মার্কেটগুলোকে ঝুঁকিমুক্ত করতে আমরা প্রয়োজনীয় ও কার্যকর উদ্যোগ গ্রহণ করব।’

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

      



এই পাতার আরো খবর