ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন
অনলাইন ডেস্ক

সাভারের রানা প্লাজা ধসে আহত এবং নিহতদের স্বজনরা পুনর্বাসনের দাবিতে মানববন্ধন করেছেন। ঈদুল ফিতরের দিন তারা আনন্দ উৎসবে অংশ না নিয়ে জীবন বাঁচানোর তাগিদে করেছেন এই মানববন্ধনে।

শনিবার জাতীয় শহীদ মিনারে নিহতদের স্বজন এবং আহত ব্যক্তিরা এই মানববন্ধন করেন। মানববন্ধনে তারা বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন।

সেখানে উপস্থিত সালমা বেগম গণমাধ্যমে বলেন, ঘটনার পর আমরা কিছু সাহায্য পেলেও এখন কেউ সহযোগিতা করছে না। আমরা এই ঈদের দিন না খেয়ে এখানে মানববন্ধনে অংশ নিয়েছি। এখন আমাদের এমন অবস্থা হয়েছে, দেহ ব্যবসা করা ছাড়া খাওয়ার কোনো উপায় নেই। তারা এসময় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

বিডি প্রতিদিন/এএ



এই পাতার আরো খবর