ঢাকা, শনিবার, ২০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

দর্শনার্থীদের ঢল নেমেছে জাতীয় চিড়িয়াখানায়
অনলাইন ডেস্ক
সংগৃহীত ছবি

ঈদে বরাবরই চিড়িয়াখানায় দর্শনার্থীদের সংখ্যা বেড়ে যায়। এবারের ঈদের ছুটিতে ঢাকা চিড়িয়াখানায় দর্শনার্থীদের ঢল নেমেছে। আজ ঈদের দিন সকাল ১০টার পর থেকে দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠে অন্যতম দর্শনীয় স্থান জাতীয় চিড়িয়াখানা। 

বেলা ১১টার পর থেকে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। শিশু থেকে বয়োবৃদ্ধ সব বয়সী মানুষের আগমনে মুখরিত হয়ে উঠে চিড়িয়াখানা।  

চিড়িয়াখানার পরিচালক মো. রফিকুল ইসলাম তালুকদার বলেন, শুক্র ও শনিবার বন্ধের দিন ২০ থেকে ৩০ হাজার দর্শনার্থী প্রবেশ করে থাকে। আজ ঈদের দিন সেই হিসেবে ৮০ থেকে ৯০ হাজার দর্শনার্থী প্রবেশ করবে বলে ধারণা করছি। ডিজিসহ আমরা সবাই ডিউটি করছি। বিশেষ কারণ ছাড়া কাউকে ছুটি দেওয়া হয়নি। কাল ও পরশু দর্শনার্থীর চাপ আরও বেশি হবে।   বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর