ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

চার্জার ফ্যান বিস্ফোরণ: মারা গেলেন টুটুলও, মৃত্যু বেড়ে চার
অনলাইন ডেস্ক
ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুর এলাকায় চার্জার ফ্যান বিস্ফোরণের ঘটনায় টুটুল মিয়া (২৫) নামে দগ্ধ আরও একজন মারা গেছেন। বৃহস্পতিবার (১৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে টুটুল মিয়ার মৃত্যু হয়।

এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত চারজনের মৃত্যু হলো। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফতুল্লায় চার্জার ফ্যান বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের নারী ও শিশুসহ পাঁচজনকে তাদের এখানে আনা হয়। সেখানে আগেই তিনজনের মৃত্যু হয়েছে। আজ সকালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান টুটুল। তার শরীরের ৬০ শতাংশ দগ্ধ ছিল। এ ঘটনায় দগ্ধ মেহজাবিন চিকিৎসাধীন। তার অবস্থাও আশঙ্কাজনক।

এর আগে শুক্রবার (৯ জুন) সকাল ৮টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের পাঁচজন দগ্ধ হন। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



এই পাতার আরো খবর