ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ঢাকা-১৭ আসনে তরিকুল ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
তারিকুল ইসলাম ভূঁইয়া তারেক

ঢাকা-১৭ আসন উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনে বাতিল হওয়া জনতার অধিকার পার্টি (পিআরপি)র চেয়ারম্যান তারিকুল ইসলাম ভূঁইয়া তারেকের মনোয়ন বৈধ ঘোষণা করেছেন আদালত। ফলে এই নির্বাচনে লড়তে আর কোনো বাধা থাকলো না তারেকের।

সোমবার (২৬ জুন) বেলা ১২টার দিকে এই আদেশ দেন সুপ্রিম কোর্টের বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি রবিউল হাসানের আদালত।

এর আগে তারিকুল ইসলামের মনোনয়ন বাতিল ঘোষণা কেন অবৈধ হবে না জানতে চেয়ে গতকাল উচ্চ আদালতে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মনির হোসাইন খান ও প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে বিবাদী করে দায়ের করা এই রিট আবেদনে তারিকুল ইসলাম ভূঁইয়ার পক্ষে শুনানিতে অংশ নেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট ওয়াজিউল্লাহ এবং অ্যাডভোকেট এয়ারুল ইসলাম। শুনানিতে সরকার পক্ষে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন



এই পাতার আরো খবর