ঢাকা, মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

দিনদুপুরে চুরি করতে গিয়ে খুন: এক আসামির মৃত্যুদণ্ড
আদালত প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ীতে চুরি করতে গিয়ে তাজুল ইসলাম আকন (৪০) নামের এক ওষুধ ব্যবসায়ীকে হত্যার দায়ে মো. হৃদয় নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

আজ ঢাকার ১৪ নম্বর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক খন্দকার এ টি এম তোফায়েল এ রায় ঘোষণা করেন। রায়ের আগে আসামি হৃদয়কে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০২০ সালের ১৯ জুলাই দুপুর দেড়টার দিকে তাজুল ইসলাম বাসায় ফেরেন। এসে দেখেন তার বাসার মেইন দরজার তালা ভাঙা। পরে বাসায় ঢুকে আসামি হৃদয়কে দেখতে পেয়ে চোর, চোর বলে চিৎকার করেন। তখন তাজুল ও আসামি হৃদয়ের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এক পর্যায়ে হৃদয় তাজুল ইসলামকে ছুরিকাঘাত করেন। তাজুল ইসলামের চিৎকারে আশপাশের লোক ঘটনাস্থল থেকে আসামি হৃদয়কে ধরে পুলিশের কাছে দেন এবং তাজুল ইসলামকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই দিন নিহতের ভাই নুরুল ইসলাম রাজধানীর যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন  



এই পাতার আরো খবর