ঢাকা, সোমবার, ৫ আগস্ট, ২০২৪

আজকের পত্রিকা

নয়াবাজারে বিএনপি কর্মী সন্দেহে আটক ৪
অনলাইন ডেস্ক

রাজধানীর নয়াবাজার থেকে বিএনপি কর্মী সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ। শনিবার বেলা ১১টায় নয়াবাজার ইউসুফ মার্কেটের সামনে থেকে তাদের আটক করা হয়।

জানা যায়, পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশ মুখে অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি। এ পরিপ্রেক্ষিতে নয়াবাজারে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’র (ইউট্যাব) মহাসচিব অধ্যাপক মোর্শেদ হাসান খান ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গনি চৌধুরীর নেতৃত্বে বিএনপি ও পেশাজীবীরা বেলা ১১টায় নয়াবাজার ইউসুফ মার্কেটের সামনে জমায়েত হয়।

এ সময় আওয়ামী লীগ ও পুলিশ অতর্কিত হামলা চালায় ও লাঠিচার্জ করে বলে অভিযোগ উঠেছে। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেছে পুলিশ।

নয়াবাজারে অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ইউট্যাব সভাপতি প্রফেসর ড. আবু জাফর খান, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার মেহেদী হাসান, প্রফেসর ড. মোহাম্মদ ইদ্রিস আলী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাঈদ খানসহ পেশাজীবী ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর