ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ঢাকা থেকেই এ সরকারের পতন যাত্রা শুরু হবে : ইশরাক
নিজস্ব প্রতিবেদক
বক্তব্য দিচ্ছেন ইশরাক হোসেন

বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ‘বর্তমান শাসকদল  কখনও আপসে আসেনি, আসবেও না। এরজন্য গড়ে তুলতে হবে দুর্বার আন্দোলন। আর এজন্য রাজধানী ঢাকা থেকেই এ সরকারের পতন যাত্রা শুরু হবে। আর আন্দোলনে সরকারের সকল অন্যায় অবিচার চূর্ণবিচূর্ণ হয়ে যাবে’। 

আজ সোমবার বিকালে রাজধানীর ধোলাইখালে খালেদা জিয়ার মুক্তিসহ একদফা দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। 

সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। ধোলাইখাল চৌরাস্তায় এ সমাবেশ হওয়ার কথা থাকলেও এর পরিধি রায় শাহ বাজার, টিপু সুলতান রোড, এবং লক্ষ্মীবাজার পর্যন্ত বিস্তৃতি হয়ে পড়ে। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এ সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ইশরাক বলেন, ‘খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য সরকারকে দেওয়া আল্টিমেটামের ২৪ ঘণ্টা অতিবাহিত হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো ভূমিকা দেখছি না। আজকে শুধু খালেদা জিয়া বন্দী নন, বন্দী দেশের গণতন্ত্র বন্দী দেশের জনগণ’।

ঢাকা দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদের সঞ্চালনায় এতে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সহ-স্বেচ্ছাসেবক সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, অর্পণা রায়, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ



এই পাতার আরো খবর