ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

৯৯৯-এ ফোন পেয়ে স্রোতে ভেসে যাওয়া জেলের লাশ উদ্ধার করল পুলিশ
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন পেয়ে স্রোতে ভেসে যাওয়া এক জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। ভারী বৃষ্টিপাতে ভেসে যাওয়া পুকুরের মাছ আটকাতে গিয়ে গত বৃহস্পতিবার বিকেলে নিখোঁজ হয়েছিলেন ওই জেলে। এরপর শুক্রবার রাতে তার লাশ মাছ ধরা জালে আটকা পড়লে স্থানীয়রা জাতীয় জরুরি সেবায় ফোন দেন।

শনিবার বেলা ১১টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ। রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এ ঘটনা ঘটেছ।

মৃত ওই জেলের নাম মোকসেদ আলী (৫৫)। তার বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঝালুকা গ্রামে। আইনি ব্যবস্থা শেষে লাশ বর্তমানে তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চালাচ্ছে পুলিশ।

রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, মৃত জেলে মোকসেদ আলীর লাশ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে তার পরিবারের সদস্যরাও এসেছেন। তারা লাশের ময়নাতদন্ত করাতে চান না। তাই আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে তার লাশ হস্তান্তর করা হবে। এ ছাড়া লাশের ময়নাতদন্ত করা না হলেও এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর