ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

খাজা টাওয়ারে আগুন
৯ তলা থেকে নামতে যেয়ে ইন্টারনেটের তার ছিঁড়ে নারীর মৃত্যু
অনলাইন ডেস্ক
খাজা টাওয়ারে আগুন। নিহত নারীর ছবি ইনসেটে (ডানে)

রাজধানীর মহাখালীতে একটি ১৪ তলা ভবনের ১৩ তলায় আগুন লেগেছে। ভবনটিতে আটকা পড়েছেন বহু মানুষ।

ভবনটির ছাদে বহু মানুষকে জড়ো হতে দেখা গেছে। তাদের মধ্য থেকে অনেকেই আতঙ্কে ঝুঁকি নিয়ে দড়ি তা ইনটারনেটের তার বেয়ে পাশের ভবনে নামছেন, এমন দৃশ্যও দেখা গেছে।

এভাবে নামতে গিয়ে তার ছিঁড়ে এক নারীর মৃত্যু হয়েছে। তার নাম হাসনা হেনা (২৭)। তিনি ওই ভবনে অরবিট নামের একটি ইন্টারনেট সার্ভিস কোম্পানির সেলসে কাজ করতেন। তার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন কোম্পানিটির ডেপুটি ম্যানেজার নাজমুল হুদা।

তিনি জানান, হাসনা হেনা ৯ তলায় কাজ করতেন। আগুনের আতঙ্কে ইন্টারনেটের তার ধরে গ্রিল টপকে নামার সময় তার ছিঁড়ে পড়ে যান।

এছাড়া কোম্পানিটির আরেক সেলসম্যান মেহেদী হাসান আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যায়।

আজ বৃহস্পতিবার বিকালে ৫টা ৫মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, মহাখালীর খাজা টাওয়ার নামে ১৪ তলা ভবনটির ১৩ তলায় আগুন লেগেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে উল্লেখ করেন তিনি।

ফায়ার সার্ভিসের সদর দপ্তর থেকে মিডিয়া কর্মকর্তা শাজাহান সিকদার জানান, ফায়ার সার্ভিস থেকে ১১টি ইউনিট পাঠানো হয়েছে।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ



এই পাতার আরো খবর