ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

গৌরনদীতে বেশি দামে পিঁয়াজ বিক্রি করায় জরিমানা
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

বরিশালের গৌরনদীর টরকী বন্দরে বেশি দামে পিঁয়াজ বিক্রি ও মূল্য তালিকা না থাকায় আটটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ২৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান চালায় তারা। অভিযানে নেতৃত্ব দেন বরিশাল বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক অপূর্ব অধিকারী।

এ সময় সহকারী পরিচালক সুমি রানী মিত্র, পরিদর্শক শংকর কুমার দাসসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর