ঢাকা, সোমবার, ২২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

৪ জানুয়ারি লাখো লোকের সমাবেশ হবে : শামীম ওসমান
নারায়ণগঞ্জ প্রতিনিধি
বক্তব্য দিচ্ছেন শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী একেএম শামীম ওসমান বলেছেন, ‘বাংলাদেশের কোথায় গেলে বিদেশিরা দেখবে এই এলাকা আওয়ামী লীগের ঘাঁটি। আমরা আমাদের এই ঐতিহ্য হারিয়ে ফেলেছিলাম। আমার বাবা ও দাদার সেই ঐতিহ্য ছিল।’ 

‘গত ছয় সাত মাসে আপনারা ঢাকার রাজপথ কাঁপিয়েছেন। তাই কেন্দ্রীয় নেতারা সিদ্ধান্ত নিয়েছেন আমাদের নেত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমার শেষ মিটিং হবে নারায়ণগঞ্জে শামীমের এলাকায়’। এটা আমাদের জন্য অনেক বড় সম্মানের। ঢাকায় ২২টা সিট আছে। আর এখানে আমি একা। আমাকে বলা হলো পারবে? আমি বললাম, লক্ষ লোকের সমাবেশ হবে।’ 

আজ শুক্রবার বিকালে ফতুল্লার হরিহরপাড়া এলাকায় নির্বাচনি উঠান বৈঠকে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

শামীম ওসমান আরও বলেন, ‘মাসদাইরে একেএম শামসুজ্জোহা স্টেডিয়ামে এই সমাবেশ হবে। নারায়ণগঞ্জের মানুষের গর্ব করা উচিত। আজ দীর্ঘদিন পরে হলেও আমরা সেই জায়গায় আসতে পেরেছি।’

তিনি বলেন, ‘আমরা বেশিরভাগ কাজ করে ফেলেছি। আমার একটা নতুন স্বপ্ন আছে। এটা হলে ঢাকাকে বলব বায় বায়। আমি নারায়ণগঞ্জকে নতুন বৌয়ের মতো সাজাবো। এত কিছুর পর চোখের লজ্জা আছে তো! আমারও তো চাইতে লজ্জা লাগে। প্রধানমন্ত্রী আমাদের মা। ছেলে মায়ের কাছে চায় না, আবদার করে।’

‘আমরা যদি স্টেডিয়াম ভরে ফেলতে পারি। প্রধানমন্ত্রী বলবেন, নারায়ণগঞ্জের মানুষও আমাকে একইভাবে ভালোবাসে। সেদিন যদি এমন হয় যে জনতার স্রোতে প্রধানমন্ত্রীর গাড়ি বের হতে পারছে না, তাহলে ৭ তারিখ নির্বাচনের পর প্রধানমন্ত্রী প্রথম সই দিবেন নারায়ণগঞ্জের মেট্রোরেল প্রকল্পের।’

শামীম ওসমান বলেন, ‘ভূমিদস্যু, চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণ করব। যারা মাদক বিক্রি করে মাইকের আওয়াজ যদি যায় শুনে রাখেন, আমি নতুন সংগঠন করব, প্রত্যাশা নামের। প্রতি ওয়ার্ড থেকে সব দলের এক হাজার লোক যারা ভালো লোক তারা থাকবে। মেডিকেল ক্যাম্প হলে সেখানে বড় বড় ডাক্তাররাও আসবে।’ 

এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, সাবেক ছাত্রলীগ নেতা এহসানুল হক নিপু, বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী,  এনায়েত নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান প্রমুখ।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ



এই পাতার আরো খবর