ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, বাড়াবাড়ি কিছু করিনি : ফেরদৌস
অনলাইন ডেস্ক

আচরণবিধি ভঙ্গের প্রসঙ্গে ঢাকা-১০ আসনে নৌকার প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ বলেন, আমি যথেষ্ট আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং বাড়াবাড়ি কিছু করিনি। 

বুধবার দুপুরে ঢাকা কলেজে আচরণবিধি ভঙ্গের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান ফেরদৌস।

ফেরদৌস বলেন, আমি শতভাগ আচরণবিধি মেনেছি। কেউ কেউ অতি উৎসাহী হয়ে আচরণবিধি লঙ্ঘন করেছেন। অকেনে রঙিন পোস্টার-ব্যানার লাগিয়েছেন। এগুলো আমার পক্ষ থেকে করা হয়নি, আমি বরং আমার লোক দিয়ে এগুলো খুলিয়েছি।

নির্বাচনের জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, কয়েকদিন আগে আমার নির্বাচনী এলাকায় প্রধানমন্ত্রী জনসভা করেছেন। সেখানে জনসমুদ্র তৈরি হয়েছে। আমি বিশ্বাস করি মানুষের ভালোবাসা এবং ভোটে আমি এগিয়ে যাব। আমরা যেসব জায়গায় গিয়েছি সেখানে প্রত্যেকটা মানুষ কথা দিয়েছেন তারা ভোটকেন্দ্রে আসবেন।

এ সময় তার সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও ছিলেন।

এর আগে ঢাকা-১০ আসনের নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করে ১৮ নম্বর ওয়ার্ডে দুটি নির্বাচনি ক্যাম্প স্থাপন করেছিলেন ফেরদৌস। পরে নির্বাচন কমিশনের ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটির তদন্তে বিষয়টি প্রমাণিত হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট একটি নির্বাচনি ক্যাম্প বন্ধ করে দেন।

বিডি-প্রতিদিন/বাজিত



এই পাতার আরো খবর