ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

হাতিরঝিলে অটোরিকশার চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত
ঢাকা মেডিকেল প্রতিনিধি
সংগৃহীত ছবি

রাজধানীর হাতিরঝিল এলাকায় সড়কে একটি সিএনজিচালিত অটোরিকশার সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে এর চালক নিহত হয়েছেন।

আজ সোমবার বিকাল ৪টার দিকে হাতিরঝিলের রামপুরা লাগোয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম  আশরাফ হোসাইন (৪২)।

ঘটনার পর মুমূর্ষু অবস্থায় আশরাফকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক বিকাল সাড়ে ৫টায় তাকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মুজাহিদুল ইসলাম জানান, যাত্রী নিয়ে ওই অটোরিকশাচালক হাতিরঝিলের মাই টিভি ভবনের সামনের দিয়ে যাচ্ছিলেন। তখন নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উল্টে যায়। এতে দুজন যাত্রী সামান্য আহত হলেও গুরুতর আহত হন চালক। সঙ্গে সঙ্গে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি হাতিরঝিল থানাকে জানিয়েছি।

তিনি জানান, নিহত ব্যক্তির সঙ্গে থাকা ড্রাইভিং লাইসেন্স থেকে জানা গেছে, তার নাম আশরাফ হোসাইন, বাবার নাম তোফাজ্জল হোসাইন। তার বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলায়।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ



এই পাতার আরো খবর