ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বরিশালে মাংসের বাজার চড়া
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
ছবি- বাংলাদেশ প্রতিদিন।

বরিশালে মাংসের বাজার চড়া। ব্রয়লার মুরগির দাম সপ্তাহান্তে কেজিতে ৪০ টাকা বেড়েছে। একইভাবে বেড়েছে সোনালী মুরগির দামও। গরুর মাংস আগে সাড়ে ৬০০ টাকা কেজি দরে বিক্রি হলেও আজ সোমবার সাড়ে ৭০০ টাকা দরে বিক্রি হয়েছে। 

শবেই বরাতের পর রমজানের নিত্যপণ্য কিনতে বাজারে ভিড় করছে মানুষ। বাজারে গিয়েই হোচট খাচ্ছেন তারা। এক সপ্তাহ আগে ১৬০ টাকা কেজি দরে বিক্রি হওয়ার ব্রয়লার মুরগি সোমবার ২০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। একইভাবে ২৫০ থেকে ২৬০ টাকা কেজি দরে বিক্রি হওয়া সোনালী মুরগি বিক্রি হয়েছে ২৯০ টাকা কেজি দরে। হঠাৎ মুরগীর দাম বৃদ্ধির বিষয়ে যৌক্তিক কোনও কারণ জানাতে পারেননি নগরীর পোর্ট  রোড বাজারের মুরগী ব্যবসায়ীরা। 

এদিকে, ওই বাজারে আজ সোমবার গরুর মাংস প্রতি কেজি সাড়ে ৭০০ টাকায় বিক্রি হয়েছে। যা আগে ছিলো সাড়ে ৬০০ টাকা। হঠাৎ কেজিতে ১০০ টাকা দাম বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে পোর্ট রোডের মাংস বিক্রেতারা বলেন, গো খাদ্যের দাম বেশি। বাজার থেকে যে দরে তারা গরু কিনে আনেন সেই দরের সঙ্গে সঙ্গতি রেখে মাংস বিক্রি করেন। দাম বৃদ্ধিতে তাদের কোনও হাত বা কারসাজি নেই বলে তারা দাবি করেন। 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



এই পাতার আরো খবর