শ্রমিকদের সারা বছর কাজের নিশ্চয়তা, বেসরকারি শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের নিয়োগপত্র প্রদান, সার্বজনীন রেশনিং ব্যবস্থা চালু এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন দাবিতে বরিশালে শ্রমিক সমাবেশ করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র। শহীদ কমরেড তাজুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বরিশাল জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে শুক্রবার সকাল ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি একে আজাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলাউদ্দিন মোল্লার সঞ্চালনায় শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি স্বপন দত্ত, জেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি আলম খান, দর্জি শ্রমিক নেতা তুষার সেন ও নৌযান শ্রমিক নেতা শেখ আবুল হাসেমসহ অন্যান্যরা। বক্তারা তাদের দাবিসমূহ মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।
বিডি প্রতিদিন/এএ