ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

হাতিরপুলের আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে নৌবাহিনী
অনলাইন ডেস্ক
সংগৃহীত ছবি

রাজধানীর হাতিরপুলের রাজ কমপ্লেক্স নামের ৬ তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে নৌবাহিনীর দুটি অগ্নিনির্বাপণ ইউনিট যোগ দিয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নৌবাহিনীর অগ্নিনির্বাপণ টিমের লিডিং ফায়ারম্যান মোহাইমিনুল ইসলাম।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণ করতে নৌবাহিনীর দুটি অগ্নিনির্বাপণ টিম যুক্ত হয়েছে। তারা ভেতরে কাজ করে যাচ্ছেন। ওয়াটার টেন্ডার, ওয়াটার ফোম টেন্ডারসহ মোট ১০ জন সদস্য এখানে কাজ করছেন।

তিনি আরও জানান, আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু প্রচুর ধোঁয়া বের হচ্ছে। আমরা সবাই মিলে চেষ্টা করছি যেন আগুন না বাড়ে।

এদিকে, আগুনের খবরে ঘটনাস্থলে উৎসুক জনতা ও দোকান মালিক-কর্মচারীরা ভিড় করছেন। শেষ খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ



এই পাতার আরো খবর