ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

অ্যাডভোকেট সৈয়দ হুমায়ুন কবির খাদেম-এর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী
অনলাইন ডেস্ক
অ্যাডভোকেট সৈয়দ হুমায়ুন কবির খাদেম

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ হুমায়ুন কবির খাদেমের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী ২১ মার্চ। ২০১৮ সালের এই দিনে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অ্যাডভোকেট হুমায়ুন কবির একজন প্রথিত যশা আইনজীবী ছিলেন।

পেশাগত জীবনে তিনি রংপুর পাবলিক প্রসিকিউটর, সরকারি আইনজীবীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। অ্যাডভোকেট হুমায়ুন কবির একজন সমাজ হৈতষী ব্যক্তিত্ব ছিলেন। সমাজ সেবায় তিনি প্রচুর অবদান রেখেছেন।

মৃত্যুকালে তিনি চার সন্তান রেখে গিয়েছিলেন। অ্যাডভোকেট সৈয়দ হুমায়ুন কবিরের দ্বিতীয় সন্তান সৈয়দ বোরহান কবীর পরিপ্রেক্ষিতের নির্বাহী পরিচালক, বাংলা ইনসাইডারের প্রধান সম্পাদক এবং বিজ্ঞাপনী সংস্থা ক্রিয়েটিভ মিডিয়া লিঃ এর চেয়ারম্যান।

অ্যাডভোকেট হুমায়ুন কবিরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রংপুরে তার বাসভবনে এবং পীরগঞ্জের চতরায় তার পৈতৃক নিবাসে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। 



এই পাতার আরো খবর