ঢাকা, বুধবার, ৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

যানজট নেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে
টাঙ্গাইল প্রতিনিধি
যানজট নেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে

ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল অংশে যানবাহনের বাড়তি চাপ লক্ষ করা যাচ্ছে। তবে কোথাও যানজটের সৃষ্টি হয়নি। এই মহাসড়কে এখন পর্যন্ত ভোগান্তি ছাড়াই ঈদে স্বস্তিতে ফিরছেন ঘরমুখো মানুষ।

মহাসড়কে টাঙ্গাইলের অংশে ৬৫ কিলোমিটার যানজট নিরসনে পুলিশের প্রায় ৭ শতাধিক সদস্য দায়িত্ব পালন করছেন। তবে যানজট না থাকলেও গণপরিবহনের সংখ্যা কম থাকায় ঘণ্টার পর ঘণ্টা যাত্রীদের দাঁড়িয়ে থাকতে হবে। পাশাপাশি যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া।

পুলিশ জানিয়েছে, মহাসড়কে শনিবার দুপুর পর্যন্ত কোথাও যানজটের সৃষ্টি হয়নি। যানজট নিরসনে ২৪ ঘণ্টা পুলিশ নিরলসভাবে কাজ করছেন। এ সড়ক দিয়ে প্রায় ২২ থেকে ২৩টি জেলার যানবাহন চলাচল করে। তাই এই সড়কে গাড়ির চাপ থাকে বেশি। ঈদের সময় ঘরমুখো যাত্রীদের চাপে যানবাহনের সংখ্যা ৫ থেকে ৬ গুণ বৃদ্ধি পায়।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর