ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

চাপ প্রয়োগ ছাড়া অগ্নি নিরাপত্তা নিশ্চিত সম্ভব নয় : মেয়র আতিক
অনলাইন ডেস্ক
ফাইল ছবি

শহরকে বাঁচাতে দখল এবং দূষণ রোধে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। এসবের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে ‘অগ্নি প্রতিরোধ ও নিরাপত্তা : আমাদের সম্প্রদায়কে রক্ষা করা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

মেয়র আতিক বলেন, সবার সমন্বয়ে একটা গাইডলাইন তৈরির মাধ্যমে অগ্নি নির্বাপক ব্যবস্থাপনা সম্ভব। এজন্য কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ভবন মালিকদেরকেই ভবনের অগ্নি নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, আমরা বড় ভবন তৈরি করি। কিন্তু সেটির কমপ্লায়েন্স মেনে চলি না। যারা বড় ভবন তৈরি করছেন, তাদের নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকতে হবে। আপনারা ৪০, ৫০, ৬০তলা বিল্ডিং করবেন। কিন্তু নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থা তৈরি করবেন না। এমনটা হতে পারে না।

বিডি-প্রতিদিন/শফিক



এই পাতার আরো খবর