ঢাকা, শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

অভিযানে জব্দ করা ভারতীয় চিনি গেল এতিমখানায়
গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সিটি করপোরেশনের জয়দেবপুর বাজার থেকে ১৩ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে এসব চিনি বিনামূল্যে এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়। সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: হাসিবুর রহমান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: হাসিবুর রহমান জানান, শহরের জয়দেবপুর বাজারে অবৈধভাবে ভারতীয় চিনি বিক্রির খবর পাওয়া যায়। এ খবর পেয়ে বাজারের ঝুমা বাণিজ্যালয়ের গুদামঘর থেকে ১৩ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। গুদামঘরের মালিক কোন বৈধ ভাউচার না দেখাতে পারায় কৃষি বিপণন আইন, ২০১৮ এর ১৯(১) (ঞ) ধারা অনুযায়ী মেসার্স ঝুমা বাণিজ্যালয়কে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমান আরো জানান, জব্দকৃত চিনি গাজীপুর সিটি করপোরেশনের জয়দেবপুর মুন্সিপাড়া এতিমখানা, দারুস সুন্নাহ মাজিদিয়া মাদ্রাসা ও এতিমখানা ও মদিনাতুল উলুম এতিমখানাতে বিনামূল্যে বিতরণ করা হয়। অবৈধ মজুদদারের বিরুদ্ধে গাজীপুর জেলা প্রশাসনের এমন অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।

অভিযানের সময় জেলা বাজার মনিটরিং কর্মকর্তা আব্দুস সালাম উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর