ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

চাঁদার দাবিতে মুক্তিযোদ্ধাকে মারধর, আওয়ামী লীগ নেতার ভাগনে আটক
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারের ভাগনে মো. গোলাম মোস্তফা সরকারকে আটক করেছে থানা পুলিশ। দেবিদ্বারে ২ লাখ টাকা চাঁদার দাবিতে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান মান্নান (৮০) ও তার ছেলেকে মারধর করে অলিখিত স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে তাকে আটক করা হয়েছে। 

অভিযোগপত্র ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. মজিবুর রহমান মান্নানের পরিবারের সাথে প্রতিবেশী মো. মোবারক হোসেন সরকারের জমিসহ নানা বিষয়ে বিরোধ চলে আসছে। তারা বিভিন্ন সময়ে বহিরাগত সন্ত্রাসী নিয়ে ওই মুক্তিযোদ্ধা ও তার পরিবারের লোকজনের উপর হামলাসহ তার ছেলে ইঞ্জিনিয়ার মো. রুহুল আমিন সরকারের নিকট ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলো। গত শনিবার দুপুরে প্রতিবেশী মো. মোবারক হোসেন সরকার ও মো. গোলাম মোস্তফা সরকারের নেতেৃত্বে ৮/৯ জনের একটি গ্রুপ পরিকল্পিত ভাবে হাতে লাঠিসোটা, গ্যাসপাইপ নিয়ে মুক্তিযোদ্ধার বাড়িতে তার ছেলের কাছে পুনরায় ২ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। ওই সময় সে চাঁদা দিতে না পারায় মুক্তিযোদ্ধা মো. মজিবুর রহমান মান্নান (৮০), তার ছেলে ইঞ্জিনিয়ার রুহুল আমিন সরকার ও ভাতিজা শাকিল সরকারকে পিটিয়ে আহত করেন। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। ওই ঘটনায় মজিবুর রহমান মান্নানের ছেলে ইঞ্জিনিয়ার রুহুল আমিন সরকার বাদী হয়ে ৮/৯ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ ২নং আসামি মো. গোলাম মোস্তফা সরকারকে রবিবার দিবাগত রাতে আটক করে।

মামলার বাদী রুহুল আমিন সরকার বলেন, আসামিরা উশৃংখল ও চাঁদাবাজ। গোলাম মোস্তফা সরকার কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতার ভাগিনা হওয়ার সুবাধে এলাকায় সন্ত্রাসী ও চাঁদাবাজীর মাধ্যমে ত্রাসের রাজত্ব সৃষ্টি করে রেখেছে। সে এলাকার লোকজনদের জিম্মি করে বিভিন্নভাবে টাকা পয়সা হাতিয়ে নেয়। দীর্ঘদিন ধরে আমাকে চাঁদা দেওয়ার জন্য হুমকি দিয়ে আসছে, চাঁদা না দিলে মেরে ফেলারও হুমকি দেয় তারা। শনিবার আমাদের বাড়িতে এসে চাঁদা চাইলে, আমি না দেওয়ায় আমার বাবাসহ আমাদেরকে মারধর করে এবং আমার নিকট থেকে ১০০ টাকা তিনটি অলিখিত স্ট্যাম্পে জোরপূর্বক ভাবে স্বাক্ষর নেয়।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা দেবিদ্বার থানার উপ-পুলিশ পরিদর্শক মো. মাহবুবুর রহমান জানান, বীর মুক্তিযোদ্ধার উপর হামলার অভিযোগে মামলা দায়েরের পর মো. গোলাম মোস্তফা সরকার নামের এক আসামিকে গ্রেফতার পূর্বক সোমবার সকালে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর