ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান
গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সমন্বিত জেলা কার্যালয় গাজীপুরের সহকারী পরিচালক মো. সাইদুজ্জামানের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে আরো ছিলেন সহকারী পরিচালক মো. মশিউর রহমান ও উপ-সহকারী পরিচালক প্রান্তিক সাহা।

বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত অভিযোগ পাওয়ার পর দুদক ওই অভিযানে যায় বলে জানান দুদকের গাজীপুর কার্যালয়ের উপ-পরিচালক বায়েজীদুর রহমান খান।

অভিযান শেষে সোমবার দুপুরে নিজ কার্যালয়ে উপ-পরিচালক বায়েজীদুর রহমান ওই অভিযান নিয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন। এসময় তিনি বলেন, দুদকের জরুরী নম্বর ও বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত অভিযোগের প্রেক্ষিতে সোমবার ওই অভিযান চালানো হয়।

অভিযানে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজের মরদেহ পরিবহনকারী গাড়ি ক্রয়ের পরিবর্তে মাইক্রোবাস ক্রয়, ভর্তিকৃত রোগীদের খাবার, ওষুধপত্র সরবরাহ নিমিত্তে টেন্ডার প্রক্রিয়ায় এবং আউটসোর্সিং এ জনবল নিয়োগ সহ আরো অন্যান্য খাতে ব্যয় সংক্রান্ত টেন্ডার প্রক্রিয়ায় বিভিন্ন অনিয়মের ব্যাপারে আংশিক রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনায় অভিযোগের পক্ষে প্রাথমিক সত্যতা পাওয়া যায়। তাছাড়া শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ নির্মাণ প্রকল্পে আসবাবপত্র, যন্ত্রপাতি ও জমি ক্রয় সংক্রান্তে আংশিক রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। এক্ষেত্রেও প্রাথমিক সত্যতা পাওয়া যায়। সংশ্লিষ্ট প্রয়োজনীয় আরো রেকর্ডপত্র সংগ্রহপূর্বক এনফোর্সমেন্ট  টিম কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করবে।

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর