ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

তরমুজ-স্যালাইন-শরবত নিয়ে শ্রমিকদের পাশে রংপুর জেলা যুবলীগ
নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুর অঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ। এতে সবচেয়ে কষ্টে দিনাতিপাত করছেন শ্রমিকরা। মহান মে দিবসে তপ্ত রোদে কাজ করা শ্রমিকদের পাশে এসে দাঁড়িয়েছে রংপুর জেলা যুবলীগ। বুধবার দুপুরে নগরীর ব্যস্ততম এলাকা জাহাজ কোম্পানি মোড়ে যুবলীগের মানবিক কার্যক্রমের অংশ হিসেবে দুই হাজার খাবার পানির বোতল, দুই হাজার ওরস্যালাইন, ঠান্ডা লেবুর শরবত ও ৫’শ তরমুজ কেটে শ্রমিকদের খাওয়ানো হয়। 

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনি’র সঞ্চালনায় কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লহ্মীন চন্দ্র দাস। এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ওয়াশিমুল বারি শিমু, রংপুর জেলা যুবলীগের সহ-সভাপতি নওশাদ আলম রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান সোহেল, শেখ মাহবুব নাসির টুটুল সাংগঠনিক সম্পাদক শামিম সর্দার, প্রচার সম্পাদক কামরুজ্জামান লিটন, জেলা যুবলীগের সাবেক সদস্য আজিজুল ইসলাম মুরাদ, রাজিব হাসান সুমন,জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক মেরিনুল মর্তুজা মেরিন, সাংগঠনিক সম্পাদক আবু হোসেন, আদনান হোসেন, কারমাইকেল কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সোবহান।

বিডি প্রতিদিন/আরাফাত



এই পাতার আরো খবর