ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

রংপুরে তিনদিনে তাপমাত্রা কমেছে ১০ ডিগ্রি
নিজস্ব প্রতিবেদক, রংপুর
ফাইল ছবি

রংপুরসহ সারা দেশে প্রায় এক মাস থেকে চলছিল তীব্র তাপপ্রবাহ। জনজীবনে নেমে এসেছিল মারাত্মক অস্বস্তি। তবে রংপুরে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ করা গেছে। তিন দিনের ব্যবধানে সর্বোচ্চ তাপমাত্রা কমেছে ১০ ডিগ্রি সেলসিয়াসের বেশি। প্রকৃতিতে মেঘ ডানা মেলে ঘুরে বেড়ালেও বৃষ্টির দেখা নেই। তবে আবহাওয়া অফিস বলছে, বৃষ্টি হবে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত শনিবার রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। রবিবার ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সোমবার বিকেল ৩টায় রংপুরের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। তিন দিনের ব্যবধানে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যাওয়ায় কিছুটা শীত অনুভূত হচ্ছে।

প্রচণ্ড দাবদাহের পরে হঠাৎ করে তাপমাত্রা এত নিচে নেমে যাওয়ার বিষয়টি স্বাভাবিক নয়। তবে আবহাওয়া অফিস বলছে, দেশের বিভিন্নস্থানে বৃষ্টিপাত হচ্ছে। রংপুরের আকাশেও মেঘ রয়েছে। এই কারণে তাপমাত্রা কমে গেছে।

রংপুর অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান বলেন, আশপাশে বৃষ্টি হওয়ার কারণে তাপমাত্রা কমেছে।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর