ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

‘টেগোর সোসাইটি ঢাকা’র যাত্রা শুরু
নিজস্ব প্রতিবেদক

যাত্রা শুরু হলো ‘টেগোর সোসাইটি ঢাকা’র। ২৫ বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকীর আগে সোমবার বিশ্বসাহিত্য কেন্দ্রে যাত্রা শুরু উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের।

জানানো হয়, বাংলা ভাষাভাষী মানুষের কাছে, সর্বোপরি বাঙালির কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য, সংগীত আর দর্শনকে বিশ্বময় ছড়িয়ে দিতে কাজ করবে সংগঠনটি।  

সংবাদ সম্মেলনে সূচনা বক্তব্য রাখেন ট্রাষ্টি বোর্ডের সদস্য ড. ইসলাম শফিক। সংগঠনের সভাপতি চঞ্চল খান টেগোর সোসাইটি ঢাকার উদ্দেশ্য তুলে ধরে বলেন, রবীন্দ্রনাথের বৈচিত্র্যপূর্ণ চিন্তা ও দর্শনের প্রচারে করবে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আজিজুর রহমান তুহিনসহ উপদেষ্টামণ্ডলীর সদস্য অধ্যাপক ড. ফকরুল আলম। উপস্থিত ছিলেন সহ-সভাপতি রানা ঠাকুর, নায়লা আজাদ নুপুর, উপদেষ্টা মণ্ডলীর সদস্য বিবি রাসেল, খ ম হারুন, সিনিয়র সাংবাদিক বদরুল আলম, অধ্যাপক ড. রতন সিদ্দিকী প্রমূখ।

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর