ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কালিয়াকৈরে গাছ পড়ে ভূমি অফিস বিধ্বস্ত
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার (ফতেপুর) চাপাইর ইউনিয়ন ভূমি অফিস ও বিভিন্ন এলাকার ঘরবাড়িসহ ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। এতে ভূমি অফিসের আওতায় ৪০টি গ্রামের মানুষ সেবা থেকে বঞ্চিত।‌

সোমবার রাতে উপজেলার চাপাইর ইউনিয়ন ভূমি অফিসে গাছ উপড়ে পড়ে। মঙ্গলবার সকালে উপজেলা চাপাইর ইউনিয়ন ভূমি অফিসে সরেজমিন গিয়ে এমন দৃশ্য দেখা যায়।

জানা গেছে, বিগত একশত বছর ধরে চাপাইর, কতুবদিয়া, নামাশুলাই, মেদি আশুলিয়া আষারিয়া বাড়ি, বড়ইবাড়ি, বড় কাঞ্চনপুর, রশিদপুর, বড় গোবিন্দপুর, কোটবাড়ি, ধুলিগরা, উত্তর সাদুল্লাপুর, পাঠাতা, পাইকপাড়াসহ ৪০টি গ্রামের মানুষ জমির কাগজপত্রসহ নামজারির সেবা প্রদান করে ওই ভূমি অফিস। কিন্তু গেল রাতে ঝড় বৃষ্টির তাণ্ডবে ভূমি অফিসের ওপর গাছ পড়ে অফিসের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। অফিসের ভেতরে থাকা আসবাবপত্র, কাগজপত্র নষ্ট হয়ে গেছে। খবর পেয়ে উপজেলা সহকারী (ভূমি) কমিশনার রজত বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেন।

উপজেলা সহকারী কমিশনার ভূমি রজত বিশ্বাস জানান, ক্ষতিগ্রস্ত ভূমি অফিসের কার্যক্রম কবে নাগাদ শুরু হবে, আমি নিশ্চিত বলতে পারছি না। তবে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর