ঢাকা, সোমবার, ২২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

অনুমতি ছাড়া গণমাধ্যমে কথা বলতে পারবেন না ঢাকা মেডিকেলের কর্মকর্তা-কর্মচারীরা
অনলাইন ডেস্ক
ফাইল ছবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা গণমাধ্যমে সাক্ষাৎকার বা বক্তব্য দিতে পারবেন না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গত ৪ জুন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত এক নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়।

নোটিশে বলা হয়েছে, ‌‘সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আগত বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার প্রতিনিধির সঙ্গে এ হাসপাতালে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত সাক্ষাৎকার বা বক্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।’

এ ব্যাপারে হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়িার জেনারেল ডা. মো. আসাদুজ্জামান সংবাদমাধ্যমকে বলেন, যেকোনো প্রতিষ্ঠানের একজন মনোনীত ব্যক্তি থাকেন। সেটা পরিচালক অথবা পরিচালক মনোনীত কেউ হতে পারেন। এখন আমাদের কর্মকর্তা-কর্মচারী সবাই যদি যে যার মতো করে বক্তব্য দেন, সেটা গ্রহণযোগ্য না। সে জন্য বলেছি, হয় আমি বক্তব্য দেব অথবা আমার মনোনীত কোনো একজন দেবেন।’

তিনি আরও বলেন, ‘আমরা বক্তব্য দেব না, এমন কথা বলিনি। আমার এখানে কয়েক হাজার কর্মকর্তা-কর্মচারী আছেন। দেখা যায় অনেক নিচু পর্যায়েরও অনেকের সাথে যোগাযোগ করা হয়। পুলিশের একটা ক্যাম্প আছে। সেটা সরাসরি আমার অধীনে আছে। সেখানে বাচ্চু মিয়া ( ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ) উনি স্টেমেন্ট দিয়ে দেন। কিন্তু আমার একজন ওয়ার্ড মাস্টার বা তৃতীয় চতুর্থ শ্রেণির একজন কর্মচারী, কোনো একটা ঘটনার পুরো বিষয় না জেনেই একটা বক্তব্য দিল। সেটা তো আমরা চাই না।’

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ



এই পাতার আরো খবর