ঢাকা, রবিবার, ৩০ জুন, ২০২৪

আজকের পত্রিকা

‘গণতান্ত্রিক মূল্যবোধ ধ্বংস ও গণমাধ্যমের কণ্ঠরোধ করছে সরকার’
নিজস্ব প্রতিবেদক

সাম্য ও অধিকারভিত্তিক ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রপক্ষের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার সংগঠনের বিজয়নগরস্থ কেন্দ্রীয় কার্যালয়ে শুভানুধ্যায়ী, উপদেষ্টা ও ছাত্রপক্ষ'র সদস্যদের নিয়ে গণতন্ত্রের অঙ্গীকার সমুন্নত করার প্রত্যয়ে উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেন, সরকার প্রতিনিয়ত গণতান্ত্রিক মূল্যবোধ ধ্বংস করছে এবং গণমাধ্যম যেখানে সমাজের দর্পণ হওয়ার কথা সেখানে মুক্ত গণমাধ্যমের কণ্ঠরোধ করছে সরকার। ছাত্র রাজনীতির ঐতিহ্য ও গৌরবোজ্জ্বল ইতিহাস ম্লান করার জন্যও তিনি সরকারকে অভিযুক্ত করেন। শিগগিরই ছাত্র-শ্রমিক-জনতার জাগরণের মাধ্যমে এই স্বৈরতান্ত্রিক সরকারের পতন হবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন। 

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রপক্ষ'র তত্ত্বাবধায়ক ও এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু। আরও বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ছাত্রপক্ষ'র আহ্বায়ক মুহাম্মদ প্রিন্স, সদস্য সচিব আশরাফুল ইসলাম নির্ঝর প্রমুখ।

বিডি প্রতিদিন/আরাফাত



এই পাতার আরো খবর