ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কেইউজের’র সভাপতি সম্রাট, সম্পাদক মহেন্দ্র নাথ
নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে সাঈদুজ্জামান সম্রাট ৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ারুল ইসলাম কাজল পেয়েছেন ৩ ভোট। সাধারণ সম্পাদক পদে মহেন্দ্র নাথ সেন ৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিমল সাহা ৩ ভোট পেয়েছেন।

সহসভাপতি পদে কাজী শামীম আহমেদ ৫১ ভোট, আমীরুল ইসলাম ৫৫ ভোট, যুগ্ম সম্পাদক পদে এসএম মনিরুজ্জামান ৫৬ ভোট, কোষাধ্যক্ষ পদে শেখ জাহিদুল ইসলাম ৫৮ ভোট, দপ্তর সম্পাদক পদে সাগর সরকার ৫৫ ভোট, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক পদে মিলন হোসেন ৫৩ ভোট, নির্বাহী সদস্য পদে নেয়ামুল হাসান কচি ৫৮ ভোট, শেখ লিয়াকত হোসেন ৫২ ভোট, উত্তম কুমার সরকার ৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

শনিবার সকাল নয়টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১১টি পদে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ১২৬ জন ভোটারের মধ্যে ৬৪ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন ইউনিয়নের সাবেক সভাপতি মো. মুন্সি মাহাবুব আলম সোহাগ। নির্বাচন কমিশনের সদস্য ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মো. হেদায়েৎ হোসেন মোল্লা ও কেইউজে’র সদস্য হাসান আল মামুন।

ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শন করেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, নগর আওয়ামী লীগ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শেখ মো. আবু হানিফ, নগর স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক আসাদুজ্জামান রাসেল।

নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন শ্রম অধিদপ্তর খুলনার সহকারী পরিচালক শফিকুল ইসলাম, বিএফইউজে’র সহসভাপতি আফরোজা আক্তার ডিউ, যশোর সাংবাদিক ইউনিয়ন সভাপতি মনোতস বসু, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া সভাপতি রাশিদুল ইসলাম বিপ্লব, বরিশাল সভাপতি মনিরুল আলম স্বপন, যশোর সম্পাদক এইচ আর তুহিন ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সদস্য মো. বেলাল হোসেন।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর