ঢাকা, শনিবার, ২০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

শাহরিয়ারের বিরুদ্ধে কর্মসূচি না দেওয়ার ঘোষণা লিটনপন্থিদের
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
এমপি শাহরিয়ার আলম
রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের এমপি শাহরিয়ার আলমের বিরুদ্ধে আর কর্মসূচি পালন না করার ঘোষণা দিয়েছেন লিটনপন্থিরা। রাজশাহী মহানগর আওয়ামী লীগের ব্যানারে একাংশের নেতারা সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন। সংগঠনের অনুমতি ছাড়া কাউকে আর কোনো কর্মসূচি না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।   রাজশাহী মহানগর আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, দলীয় প্রধান শেখ হাসিনা তাদের শান্ত হতে বলেছেন। তিনি বিষয়টি দেখবেন। সোমবার দুপুরে নগরীর কুমারপাড়ায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়।   সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার। এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহসভাপতি তবিবুর রহমান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন প্রমুখ।   সংবাদ সম্মেলনে বলা হয়েছে, ‘বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল (আশরাফুল ইসলাম বাবুল) দীর্ঘদিনের পরীক্ষিত কর্মী। ছাত্রলীগের কর্মী থেকে আওয়ামী লীগ নেতা বাবুলের সঙ্গে এএইচএম খায়রুজ্জামান লিটনের রাজনৈতিক সম্পর্ক অত্যন্ত গভীর। তিনি আহত হওয়ার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসার সার্বক্ষণিক খোঁজখবর নেন খায়রুজ্জামান লিটন। নিহত ব্যক্তির সন্তানদের অভিভাবকের দায়িত্ব নিয়ে পাশে দাঁড়ান। বাবুল আহত হওয়ার পর থানায় মামলা করা হয়। কিন্তু আওয়ামী লীগকে ধ্বংস করতে ষড়যন্ত্রকারী শাহরিয়ার আলম খায়রুজ্জামান লিটনসহ অন্যদের আসামি করে নতুন হত্যা মামলার ঘোষণা দেন। শাহরিয়ার আলমের এ ঘোষণায় আওয়ামী লীগের সব পর্যায়ের নেতা-কর্মী ও জনগণের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে।’   সংবাদ সম্মেলনে আরও বলা হয়েছে, এমন পরিস্থিতিতে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মী ও জনসাধারণকে শান্ত থাকার জন্য, ধৈর্য ধারণ করার জন্য ও কোনো প্রকার উসকানি বা প্ররোচনায় কান না দেওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে। আমরা বিশ্বাস করি, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাহরিয়ার আলম গংদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন।   সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসলাম সরকার বলেন, ‘আজকের সংবাদ সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে সবাইকে শান্ত হওয়ার জন্য আহ্বান। আমরা এ মুহূর্তে কোনো আইনগত ব্যবস্থা নিতে যাচ্ছি না। আমাদের দলের নেত্রীর কাছে এর সুষ্ঠু সমাধান, দোষী ব্যক্তিদের শাস্তি-সবকিছুই দাবি করছি। বাবুল হত্যায় যারা দোষী সাব্যস্ত হবে, দেশের প্রচলিত আইনে তাদের বিচার হবে। দলীয় প্রধান শেখ হাসিনা আমাদের শান্ত হতে বলেছেন। তিনি বিষয়টা দেখবেন।’    উল্লেখ্য, গত বৃহস্পতিবার আশরাফুল ইসলাম হত্যাকাণ্ডের ‘মদতদাতা’ হিসেবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দেন শাহরিয়ার আলম। এরপর থেকে শাহরিয়ার আলমের বিরুদ্ধে মাঠে নানা কর্মসূচি পালন করছেন লিটনপন্থিরা।   বিডি প্রতিদিন/হিমেল


এই পাতার আরো খবর