ঢাকা, রবিবার, ২১ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

নারায়ণগঞ্জে জঙ্গি সন্দেহে ঘিরে রাখা ভবনে অভিযান
নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে একটি চারতলা ভবনে অভিযান চালিয়েছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। 

মঙ্গলবার দুপুর থেকে অভিযান শুরু করে এটিইউ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 

এর আগে রূপগঞ্জের বরপা এলাকায় সকাল থেকে বাড়িটি ঘিরে রাখে এটিইউ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

অভিযান শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান।  

তিনি জানান, বাড়িটিতে অভিযান শুরু হয়েছে। এখনো কাউকে আটক করার তথ্য আমরা পাইনি। অভিযান শেষে বিস্তারিত করা সম্ভব হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জঙ্গি সন্দেহে ঘিরে রাখা ওই বাড়িটি সৌদি আরব প্রবাসী জাকির মিয়ার। 

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাতে কক্সবাজার থেকে এক নারী জঙ্গিকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে আজ সকালে এটিইউর একটি দল নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে চারতলা এই বাড়িটি ঘেরাও করে অভিযান পরিচালনা করছে। অভিযানের নেতৃত্বে রয়েছেন এটিইউর পুলিশ সুপার (অপারেশনস) মোহাম্মদ ছানোয়ার হোসেন।

বিডি-প্রতিদিন/বাজিত



এই পাতার আরো খবর