ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বিআরটিএ’র উত্তরা কার্যালয়ে চার দালালের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক

উত্তরা ডিয়াবাড়িতে অবস্থিত বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) ঢাকা মেট্রো সার্কেল-৩ কার্যালয়কে দালালমুক্ত করতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় চার দালালকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান এ অভিযান চালান।

কারাদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন জনি চৌধুরী (৩০), মো. সালেহ আকরাম (৪২), আবু বক্কর (১৯) ও রিয়াজ হোসেন (২৪)। এর মধ্যে রিয়াজকে ২৫ দিনের কারাদণ্ড দেওয়া হয় এবং তিন জনকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

ম্যাজিস্ট্রেট আনিসুজ্জামান বলেন, বিআরটিএ’র ওই কার্যালয়ে দালালদের উৎপাতে গ্রাহকরা নানাভাবে প্রতারণার শিকার হচ্ছেন। দালালদের বিরুদ্ধে বিআরটিএ’র অভিযান চলমান। তবে দালালচক্র থেকে সাবধান থাকতে হবে গ্রাহকদের। তাদের সরাসরি বিআরটিএ’র কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে যোগাযোগ করতে হবে। 

বিডি প্রতিদিন/জুনাইদ



এই পাতার আরো খবর