ঢাকা, মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ত্রাণ প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুকে অপপ্রচারের ঘটনায় সাইবার ট্রাইব্যুনালে মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রতীকী ছবি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি ও অপপ্রচারের অভিযোগে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদকসহ তিনজনের বিরুদ্ধে সাইবার আইনে মামলা করা হয়েছে।

বরিশালের সাইবার ট্রাইব্যুনালে বুধবার মামলাটি করা হয়েছে। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মচারী মো. মহিবুল্লাহ। তিনি নিজেই এই মামলার বাদী।

পরে বরিশালের সাইবার ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক মামলায় আনা অভিযোগ তদন্ত করে মহিপুর থানার ওসিকে প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দিয়েছেন বলে জানা গেছে।

মামলার তিন আসামি হলেন-যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামীম আল সাইফুল ইসলাম সোহাগ, মহিপুর থানা ছাত্রলীগের সাবেক ছাত্র নেতা আরিফ বিল্লাহ নাসিম ও রনি হোসেন রকি।

মামলার বাদী মো. মহিবুল্লাহ বলেন, সাইবার আইনে মামলা ছাড়াও এ ঘটনায় রাঙাবালী ও কলাপাড়া থানায় পৃথক দুইটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া ওই ভিডিও’র কমেন্টে অনেকেই এটাকে বানানো ও ভুয়া বলে মন্তব্য করেছেন।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর