ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

পানিতে ডুবল সাবেক মন্ত্রী মোস্তাফা জব্বারের দুই অফিস
অনলাইন ডেস্ক

টানা কয়েক ঘণ্টার ভারি বর্ষণে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে চরমে উঠেছে জনদুর্ভোগ। জলাবদ্ধতার ঘটনায় রাজধানীর দুই সিটি করপোরেশনকে দুষছেন কেউ কেউ। অনেকেই সড়কে ও বাড়িতে ওঠা পানির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে দুর্ভোগের কথা জানাচ্ছেন। 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তেমনি একটি পোস্ট করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী মোস্তাফা জব্বার। নিজের ফেসবুক আইডিতে সাতটি ছবি পোস্ট করেছেন তিনি। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘একটু বৃষ্টি হলেই আমার আরামবাগ অফিসে পানি ওঠে। কিন্তু আজ সেগুনবাগিচা অফিসও পানিতে ডুবে গেল।’

তার এ পোস্টে মন্তব্য করেছেন অনেকেই। নিরঞ্জন তালুকদার নামের এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘এটার কারণ কী হতে পারে? অপরিকল্পিত নগরী নির্মাণ, নাকি উন্নয়ন ব্যতীত নগরী?’ সাজ্জাদ কাদির নামের আরেকজন লিখেছেন, ‘ঢাকার যে অবস্থা নিচতলার নেই ভরসা।’

উল্লেখ্য, সারা দেশে গতকাল বৃহস্পতিবার থেকেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। আজ শুক্রবার সকাল থেকেই সেই বৃষ্টির দেখা মেলে রাজধানীতে। যার ফলে রাজধানীজুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছে নগরবাসী। সকাল ৬টা থেকে শুরু হয়ে ১২টা পর্যন্ত সময়ে ১৩০ মিলিমিটার বৃষ্টির রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

বিডি-প্রতিদিন/শআ



এই পাতার আরো খবর