ঢাকা, মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কিশোর গ্যাং ও অপরাধ প্রতিরোধ নিয়ে আলোচনা
নিজস্ব প্রতিবেদক

কিশোর গ্যাং ও কিশোর অপরাধ প্রতিরোধ বিষয়ে করণীয় শীর্ষক সম্মেলন উপলেক্ষে এ ভিলেজ সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর আদাবর থানার পিসি কালচার হাউজিং সোসাইটি, শেখেরটেক-৬ নম্বরের জমজম টাওয়ারে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। 

সভায় কিশোর অপরাধ দমন ও কিশোর গ্যাং প্রতিরোধে সামাজিকভাবে করণীয় সম্পর্কে বক্তারা বিভিন্ন ধরনের কর্মসূচির প্রস্থাব তুলে ধরেন।

এ ভিলেজ’র নির্বাহী পরিচালক এস এম মাহমুদুল হকের সভাপতিত্বে এতে অতিথি হিসেবে আদাবর থানার উপ-পুলিশ পরিদর্শক মাসুম বিল্লাহ, জমজম টাওয়ারের সভাপতি জয়নুল আবেদীন, কিপ্রকাশ গণকেন্দ্রের নির্বাহী পরিচালক, আ,শ,ম, আমানুল হাসান তাইমুর, রুডো সংস্থার নির্বাহী পরিচালক শামীম রেজা, বিএমএস-এর চেয়ারম্যান নাজনীন ইসলাম, ইকো-কনসার্ন-এর প্রধান নির্বাহী সাইফুর রহমান, এসটিএফ সংস্থা নির্বাহী পরিচালক মনিরা পারভিন, সিড-এর নির্বাহী পরিচালক রেবেকা সুলতানা, মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলামসহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

বিডি প্রতিদিন/আরাফাত



এই পাতার আরো খবর