ঢাকা, রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

আজকের পত্রিকা

কমপ্লিট শাটডাউন: ফার্মগেটে যান চলাচল নেই বললেই চলে
অনলাইন প্রতিবেদক

সরকারি চাকরিতে কোটা সংস্কারের এক দফা দাবিতে বৃহস্পতিবার (১৮ জুলাই) সারা দেশে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে সকাল থেকে রাজধানীর ফার্মগেটে যান চলাচল নেই বললেই চলে।  

সনেজমিনে দেখা যায়, অন্যান্য সময়ের তুলনায় পথচারী ও অফিসগামীদের চলাচল কিছুটা কম হলেও ফার্মগেটে আন্দোলনকারী শিক্ষার্থী, পুলিশ বা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী কেউই নেই। তবে সড়কে যানবাহনের চলাচল অনেকটা কম। বিআরটিসির বাস চললেও অন্যান্য গণপরিবহন নেই বললেই চলে। তবে সিএনজি ও রিকসা স্বাভাবিকভাবেই চলাচল করছে। মেট্রোরেল চলাচলও স্বাভাবিক আছে। 

এদিকে সকালে যানবাহন না পেয়ে চরম ভোগান্তিতে পরতে হয়েছে অফিসগামী মানুষদের। অনেককে পায়ে হেঁটে অফিসে যেতে দেখা গেছে। সকাল থেকে ধীরে ধীরে খুলতে শুরু করেছে ফার্মগেটের দোকান ও শপিংমলগুলো। 

বুধবার (১৭ জুলাই) রাতে সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেছে কোটা সংস্কার দাবিতে আন্দোলনের প্লাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’।

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর