ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ঘটনার সাত দিন পরে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের মামলা
নিজস্ব প্রতিবেদক, রংপুর

কোটা আন্দোলনের নামে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নি সংযোগ ভাঙচুর ও লুটপাটের ঘটনার সাত দিন পরে আজ সকালে মামলা করা  হয়েছে দলটির পক্ষ থেকে। দেরিতে মামলা করায় তৃণমূলে চরম ক্ষোভ দেখা দিয়েছে। মহানগরে মামলা করেছেন দলের যুগ্ম আহবায়ক আবুল কাশেম এবং জেলার পক্ষে মামলা করেছেন আওয়ামী লীগ নেতা জিন্নাত হোসেন লাবলু। মহানগরে ৭১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েকশ জনকে আসামি করা হয়। জেলায় ৬৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েকশ জনকে আসামি করা হয়েছে। 

ঘটনার সাত দিনেও মামলা না হওয়ার বিষয়টি নিয়ে দলের অনেককে মন্তব্য করতে শোনা গেছে- জেলা ও মহানগর আওয়ামী লীগ নিজেদের কোন্দলে জর্জরিত। তাই নেতারা বাদী হওয়ার বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন।  গত বৃহস্পতিবার বিকেলে কোটা আন্দোলনের নামে একদল দুর্বৃত্ত নগরীর বেতপট্টিস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালায়। এসময় তাণ্ডবকারীরা কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।  এতে কয়েক লাখ টাকা ক্ষতি হয়।   মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম বলেন, মামলা করা হয়েছে।

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর