ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সহিংসতায় রসিকের সোয়া তিন কোটি টাকা ক্ষতি : মেয়র
নিজস্ব প্রতিবেদক, রংপুর

কোটা সংস্কার আন্দোলনের ইস্যুকে কেন্দ্র করে সহিংসতায় রংপুর সিটি করপোরেশনের ৩ কোটি ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। রবিবার দুপুরে সিটি করপোরেশন মিলনায়তনে মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা সংবাদ সম্মেলন করে ক্ষয়ক্ষতির এই দাবি করেন।

তিনি বলেন, গত ১৯ জুলাই সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত প্রায় দুই হাজার দুষ্কৃতকারীদের হাতে থাকা রড ও পাইপসহ দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে সিটি করপোরেশনের বিভিন্ন জায়গায় ভাঙচুর করে। এতে করে সিটি করপোরেশনের ক্ষতি হয়েছে ৩ কোটি ২০ লাখ টাকা।

মেয়র বলেন, কোটা আন্দোলনকে ঘিরে যে সংঘাত এবং প্রাণহানির ঘটনা ঘটেছে আমি এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা, প্রতিবাদসহ প্রকৃত দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, সচিব জয়শ্রী রানী, প্যানেল মেয়র সামসুল আলম প্রমুখ।

বিডি প্রতিদিন/এমআই  



এই পাতার আরো খবর