ঢাকা, সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

ইস্ট ওয়েস্টের সামনে বিক্ষোভ
অনলাইন ডেস্ক

কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করেছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। শনিবার বেলা ১১টার আগে থেকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। 

বেলা ১২ টার দিকে তারা বিক্ষোভ সমাবেশ শুরু করেন। সমাবেশে ছাত্ররা ৯ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

বিক্ষোভ মিছিলে বিভিন্ন ধরনের স্লোগান দেন তারা। তাদের স্লোগানের মধ্যে ছিলো ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘যে হাত ছাত্র মারে, সেই হাত ভেঙে দাও’।

এর আগে, শুক্রবার এক ভিডিও বার্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ নতুন কর্মসূচি ঘোষণা দেন। এর মধ্যে শনিবার (৩ আগস্ট) সারাদেশে বিক্ষোভ মিছিল আর রবিবার (৪ আগস্ট) থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে।

বিডি-প্রতিদিন/শআ



এই পাতার আরো খবর