ঢাকা, রবিবার, ৪ আগস্ট, ২০২৪

আজকের পত্রিকা

অসহযোগ আন্দোলন
রাজশাহীতে সড়কে অগ্নিসংযোগ করে অবরোধ
রাবি প্রতিনিধি
ছবি- বাংলাদেশ প্রতিদিন।

রাজশাহীতে সরকার পতনের একদফা দাবিতে চলা অসহযোগ আন্দোলন নিয়ে সড়কে অগ্নিসংযোগ করে অবরোধ করা হয়েছে। বিক্ষোভ চলাকারে আওয়ামী লীগের একটি অফিসে ভাঙচুর করা হয়েছে। আজ রবিবার নগরীর ভদ্রামোড়ে এ ঘটনা ঘটে। 

আন্দোলনকারীরা বলছেন, একদফা দাবি আদায়ে আজ সর্বস্তরের মানুষ মাঠে নেমেছে। অসহযোগ আন্দোলনেই এই স্বৈরাচারী সরকারের পতন হবে। খুনি হাসিনাকে আমরা দেখতে চাইনা। 

জানা গেছে, বেলা ১২টার দিকে নগরীর তালাইমারী থেকে বিশাল বিক্ষোভ নিয়ে ভদ্রামোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। অসহযোগ আন্দোলনে সংগহতি জানিয়ে অংশ নেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের প্রায় ১৫ হাজারের অধিক মানুষ। 

ভদ্রামোড়ে অবরোধকালে সড়কে টায়ার জালিয়ে দেন বিক্ষোভকারীরা। আসার পথে আওয়ামী লীগের একটি অফিসে ভাঙচুর করা হয়। ফের বিক্ষোভ নিয়ে তালাইমারী এলাকায় অগ্রসর হচ্ছে আন্দোলনকারীরা। 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



এই পাতার আরো খবর