ঢাকা, রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

আজকের পত্রিকা

বরিশালে শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা বাতিলের দাবি
নিজস্ব প্রতিবেদক, বরিশাল

এইচএসসি পরীক্ষা বাতিলের দাবিতে বরিশাল নগরে মানববন্ধন ও মিছিল করেছে শিক্ষার্থীরা। শনিবার দুপুর ১২টায় নগরের সদর রোড অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে শিক্ষার্থীরা দাবি করেন, তারা ৬ মাস ধরে আর কোনো পরীক্ষা দিতে চান না। তাদের মূল্যায়ন করে ফলাফল দেওয়ার দাবি করেন।

শিক্ষার্থীরা বলেন, আন্দোলন-সংগ্রামে অনেক শিক্ষার্থী আহত হয়েছে। এখন তাদের পরীক্ষায় বসা সম্ভব না। দেশের ও শিক্ষার্থীদের সার্বিক পরিস্থিতি বিবেচনায় পুনরায় পরীক্ষায় বসতে চাই না।

এই পরিস্থিতিতে পরীক্ষা নিলে ভবিষ্যতের ক্ষতি হবে। তাই এইচএসসির স্থগিত পরীক্ষাগুলো বাতিল এবং বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করে খুব দ্রুত পরীক্ষার ফলাফল দেওয়া হোক। মানববন্ধন শেষে কিছু সময় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর