ঢাকা, বুধবার, ২ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

রাষ্ট্র বিনির্মাণের দাবিতে বরিশালে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, বরিশাল

রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের দাবিতে বরিশাল নগরে মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। শনিবার বেলা ১১টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সুজনের বরিশাল জেলার সভাপতি অধ্যক্ষ গাজী জাহিদ হোসেন। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন সুজন বরিশাল জেলার সম্পাদক রণজিৎ দত্ত, সুজন সদস্য জাকির হোসেন পান্নু, জোসেফ বিশ্বাস, সুপ্রিয় দত্ত, তানজিলা জেরিন অমি, সুজন বন্ধু বরিশাল অঞ্চলের আহ্বায়ক আল মামুন রাব্বি, ইয়ুথ লিডার মেহরাব আহমেদ জয় প্রমুখ। 

মানববন্ধনে সঞ্চালনা করেন দি হাঙ্গার প্রজেক্টের বরিশালের আঞ্চলিক সমন্বয়ক মেহের আফরোজ মিতা।

বক্তারা বলেন, সুজন দীর্ঘদিন থেকে রাজনৈতিক সংস্কারের দাবিতে আন্দোলন করে আসছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে সৃষ্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ সাড়ে পনেরো বছরের কর্তৃত্ববাদী আওয়ামী শাসনের অবসান ঘটেছে। বর্তমানে রাষ্ট্র পরিচালনায় থাকা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে রাষ্ট্র সংস্কারের দাবি করছি।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর