ঢাকা, বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

সাবেক রেলমন্ত্রী মুজিব ও বাহারসহ ৪৩৩ জনের নামে মামলা
কুমিল্লা প্রতিনিধি

ছাত্র জনতার আন্দোলনে কুমিল্লার আলেখারচর ও ক্যান্টনমেন্ট এলাকায় হামলা ও গুলিতে আহতের ঘটনায় সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব, তার স্ত্রী হনুফা আক্তার, সদর আসনের সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার, তার মেয়ে সাবেক মেয়র তাহসীন বাহার সূচনাসহ ১৩৩ জনের নামে এবং অজ্ঞাত ৩ শ’ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

কুমিল্লা শহরতলীর আলেখারচর এলাকার আবদুল করিমের ছেলে কাজী মো: সোহেল বাদী হয়ে ৫ সেপ্টেম্বর রাতে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় এ মামলা দায়ের করেন।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার পরিদর্শক শিবেন বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। অন্যান্য আসামিরা হলেন, ব্যবসায়ী নেতা আতিক উল্লাহ খোকন, বুড়িচংয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান সাজ্জাদ হোসেন স্বপন, ব্রাহ্মণপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তৈয়ব অপি, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আহমেদ নিয়াজ পাবেল, সিটি কাউন্সিলর, ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।  

মামলায় অভিযোগ করা হয়, তিন শতাধিক আসামি আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য, দা, ছেনি নিয়ে বাদী ও অন্যান্য কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর ১নং ও ২নং আসামির নির্দেশে ৩ নং আসামির নেতৃত্বে হামলা করে। তারা বৃষ্টির মতো ককটেল ও গুলি ছোড়ে। আসামিরা ছাত্র জনতাকে ক্যান্টনমেন্ট পর্যন্ত তাড়া করে নিয়ে যায়। ৩৩ নং ও ৩৪ নং আসামি তাদের লাইসেন্সকৃত পিস্তল ও শর্টগান নিয়ে নিরীহ ছাত্রছাত্রীদের উপর গুলি করে। বাদীর মাথায় গুলি লাগলে তিনি রাস্তায় লুুটিয়ে পড়েন। তখন ১২নং আসামি তাকে বুকে ও মাথায় কয়েকটি আঘাত করেন।  

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন



এই পাতার আরো খবর