পুলিশের সংস্কার নিয়ে বিভিন্ন সুপারিশমালা তুলে ধরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে বাংলাদেশ এসোসিয়েশন অব ক্রিমিনোলজিস্টস এই মতবিনিময় সভার আয়োজন করে।
পুলিশ স্টাফ কলেজের ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোমালিয়ার দারুস সালাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আসিফ এইচ মিজান। পরিচালনা করেন বাংলাদেশ এসোসিয়েশন অব ক্রিমিনোলজিস্টস এর সাধারণ সম্পাদক গোলাম দস্তগীর।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পুলিশ সংস্কারের আগে কমিশনের সংস্কার প্রয়োজন। কারণ এই কমিশন দিয়ে পুলিশ সংস্কার সম্ভব নয়। এছাড়া সার্বিকভাবে রাজনৈতিক ব্যবস্থার সংস্কার করতে হবে। পুলিশের মধ্যে মনিটরিং, রিঅ্যাওয়ার্ডিং এবং সুপারভাইজিং থাকতে হবে। অপারেশনাল ক্ষেত্রে পুলিশের বডি ক্যামেরা থাকা উচিত এবং পুলিশের ওপর পুলিশিং থাকা দরকার। আর পুলিশের অর্থনৈতিক স্বাধীনতা দরকার। কারণ পুলিশকে একের পর কাজ করাবেন এবং অতিরিক্ত ডিউটি করাবেন, কিন্তু ইনপুট দিবেন না। তাহলে যথাযথ সেবা পাওয়া যাবে না। যখন পুলিশ অন্যের অর্থাৎ রাজনৈতিক নেতাদের প্রতি আনুগত্য দেখায় তখন আর সেখানে পেশাদারিত্ব থাকে না।
বিডি-প্রতিদিন/বাজিত