বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক কারখানার শ্রমিকরা। তবে শ্রমিকদের অবরোধের ৪ ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
বুধবার সকালে উপজেলার চন্দ্রা এলাকায় দুই মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা।
শ্রমিকদের সূত্রে জানা গেছে, উপজেলার চন্দ্রা এলাকায় বুধবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নায়াগ্ৰা টেক্সটাইল লিমিটেড শ্রমিকরা কারখানার মূল ফটকের সামনে বিক্ষোভ করে। পরে কর্তৃপক্ষের কোনো সারা শব্দ না পেয়ে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ চালান। এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সকল যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।
নাওজোড় হাইওয়ে পুলিশের ওসি রইছ উদ্দিন জানান, শ্রমিকদের অবরোধের ৪ ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
বিডি-প্রতিদিন/বাজিত