রাজধানীর দক্ষিণখানে আবাসিক হোটেলে স্বামীকে ছুরিকাঘাত করে হত্যা মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম হাজেরা আক্তার ওরফে নুর।
বুধবার ঢাকার কেরানীগঞ্জের গোপপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় হত্যায় ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২৯ সেপ্টেম্বর রাতে হাজী হোটেল ইন্টারন্যাশনালের নিচতলার একটি ঘরে ওঠেন শাখাওয়াত হোসেন শরীফ ও তার স্ত্রী হাজেরা আক্তার। পরদিন সন্ধ্যায় হোটেল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে ওই ঘর থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। সিআইডি ফরেনসিক টিম ও পিবিআইয়ের সহায়তায় মরদেহ শনাক্ত করা হয়। এ ঘটনায় শরীফের বাবা সাইফুল ইসলাম দক্ষিণখান থানায় গত ১ অক্টোবর হত্যা মামলা করেন।
আসামির স্বীকারোক্তিতে জানা যায়, রাতে হোটেলে দাম্পত্য কলহের জের ধরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া ও হাতাহাতি হয়। একপর্যায়ে হাজেরা ফল কাটার চাকু দিয়ে স্বামীর শরীরের একাধিক স্থানে ছুরিকাঘাত করে। এতে তার মৃত্যু হয়। পরদিন ভোরে হাজেরা কৌশলে পালিয়ে যায়। গ্রেফতারের পর তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
বিডি প্রতিদিন/এমআই