ঢাকা, শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

টঙ্গীতে সড়কে বিশৃঙ্খলার কারণ ব্যাটারিচালিত অটোরিকশা
টঙ্গী প্রতিনিধি
টঙ্গীতে সড়কে বিশৃঙ্খলার কারণ ব্যাটারিচালিত অটোরিকশা

গাজীপুরের টঙ্গীতে ব্যাটারিচালিত অটোরিকশার যন্ত্রণায় অতিষ্ঠ জনজীবন। সড়কে বিশৃঙ্খল পরিবেশের একটাই কারণ এই অটো। তা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন, ট্রাফিক পুলিশ ও থানা পুলিশ কারো কোনো উদ্যোগ নেই। সড়ক মহাসড়কে বেপরোয়াভাবে চলছে এই রিকশা। বেপরোয়া চলাচলের কারণে এসব যান কেড়ে নিচ্ছে অনেকের প্রাণ।

টঙ্গী ও গাজীপুরে কত সংখ্যক ব্যাটারিচালিত অটোরিকশা রয়েছে এর সঠিক পরিসংখ্যান কারো কাছে নেই।

শনিবার সরেজমিন দেখা যায়, সড়কে দিন দিন বেড়েই চলছে ব্যাটারিচালিত অটো। এসব অটোর অদক্ষ চালকরা মানছেন না ট্রাফিক আইন, নিজের খেয়ালখুশি মতো চলছে। ফলে সড়কে দিনের পর দিন ঘটছে দুর্ঘটনা। অপরদিকে জ্যাম লাগার অন্যতম কারণ হয়েও দাঁড়িয়েছে এটি।

স্থানীয় বাসিন্দা শামীম বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা সড়কে যেমনি বিশৃঙ্খলা তৈরি করছে, তেমনি মানুষের প্রাণও কেড়ে নিচ্ছে। এসব গাড়ির উৎপাদন বন্ধ করতে গাড়ির ব্যাটারি ও যন্ত্রাংশের আমদানি বন্ধ করতে হবে।

ট্রাফিক পুলিশ বলছে, সড়কে শৃঙ্খলা বজায় রাখতে প্রতিদিন ডাম্পিং করা হচ্ছে। রেকার বিল করা হচ্ছে।

টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মানুনুর রশীদ বলেন, এসব রোধে কিংবা সড়কে শৃঙ্খলা ফেরাতে সিটি কর্পোরেশনকে এগিয়ে আসতে হবে।

বিডি প্রতিদিন/জুনাইদ



এই পাতার আরো খবর