ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

টোয়াবের নির্বাচনে জয়ী 'কনশাস রিলায়েন্স ফোরাম'
অনলাইন ডেস্ক

পর্যটন খাতের শীর্ষ সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) কার্যনির্বাহী পরিষদের ২০১৯-২১ মেয়াদের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ‘কনশাস রিলায়েন্স ফোরাম’। এ প্যানেলের নেতা স্ট্রেইটওয়ে ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সিইও মো. রাফিউজ্জামান হচ্ছেন টোয়াবের সভাপতি। প্যানেলের একজন ছাড়া সবাই জয়ী হয়েছেন। অপরদিকে তৌফিক রহমানের নেতৃত্বে ‘প্রজন্ম পরিষদ’ থেকে শুধু সৈয়দ সাফাত উদ্দীন আহমেদ তমাল জয়ী হয়েছেন। 

শনিবার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের বিএডিসি অডিটরিয়ামে সেচ ভবনে সকাল ১০ টা থেকে শুরু করে বিকেল ৩ টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার ৪০৭ জন যার মধ্যে ৩৯১ জন সাধারণ ভোটার ও ১৬ জন সহযোগী ভোটার ভোট দেন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন হেলাল উদ্দীন। এছাড়া সদস্য হিসেবে আছেন মো. ইসহাকুল হোসেন সুইট এবং মো. আমজাদ হোসেন। 

রবিবার বাকি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর টোয়াবের হাল ধরবেন মো. রাফিউজ্জামান। তার নেতৃত্বে প্যানেলের যারা জয়ী হয়েছেন- শিবলুল আযম কোরেশী, আবুল কালাম আজাদ, মো. সোহানুর রহমান স্বপন, মো. জালাল উদ্দীন, মো. আনোয়ার হোসেন, মো. মনিরুজ্জামান মাসুম, মো. শাহেদ উল্লাহ, সৈয়দ তানভির আহমেদ, মো. এ রউফ, মো. মনসুর আলম পারভেজ, মো. হানিফ। এছাড়া অ্যাসোসিয়েট গ্রুপ থেকে জয়ী হয়েছেন মো. সজিবুল আল রাজিব।  

বিডি প্রতিদিন/এ মজুমদার



এই পাতার আরো খবর