ঢাকা, রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

নিয়মিত খাদ্য সহায়তা দিচ্ছে পথশিশু ফাউন্ডেশন
অনলাইন ডেস্ক

ছিন্নমূল পথশিশুদের জন্য কিছু করার আগ্রহ নিয়ে তৈরি হয় ফেসবুক গ্রুপ "পথশিশু ফাউন্ডেশন"। এর উদ্যোক্তা সময় সংবাদের চিত্র সাংবাদিক নুরুল আলম নয়নের। এরইমধ্যে পথশিশু ফাউন্ডেশন গ্রুপটি সবার কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। গ্রুপ তৈরির ৪ মাসেই সদস্য সংখ্যা হয়েছে ৮ হাজার। গ্রুপ তৈরির ৫ মাসে ঢাকা শহরে প্রায় ৪ হাজার পথশিশু/রিকশাওয়ালা ও ছিন্নমূল মানুষের মাঝে প্যাকেটকৃত খাদ্য বিতরণ করেছে পথশিশু ফাউন্ডেশন।

গ্রুপের এ্যাডমিন নয়ন বলেন, এসব পথশিশুদের পাশে থাকা ও তাদের জন্য একজন নাগরিকের যেসব মৌলিক সুবিধা যেমন, অন্ন-বস্ত্র-বাসস্থান-চিকিৎসা ও শিক্ষার ব্যবস্থা করার জন্যই "পথশিশু ফাউন্ডেশন" গ্রুপটি তৈরি করা হয়েছে। এছাড়াও আমরা কারিগরি জ্ঞান প্রদান, সামাজিক শিক্ষা প্রদান, মাদক থেকে মুক্ত করা, ধর্মীয় শিক্ষা প্রদান, দেশপ্রেম সৃষ্টির লক্ষ্যে কাজ করবো।

পথশিশু ফাউন্ডেশনের ২১তম খাদ্য সহায়তা কর্মসূচি সম্প্রতি রাজধানীর মিরপুরে অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের উপদেষ্টা রুনা সেলিমের উদ্যোগে গুদারাঘাট, ১ নাম্বার গোল চত্বর ও চিড়িয়াখানা রোডে পথশিশু ও ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর